নির্জন দ্বীপে পাথুরে সংসার আমার,

গাঙচিল অচেনা আমাকে দেখে,
আড়চোখে তাকায়-
হলদে পাথরের ফাকে গিরগিটিটা,
উঁকি দেয় অতি উৎসাহে,
লাল পিঁপড়েগুলো আঙুলের ফাঁক দিয়ে,
বেহিসাবি আনাগুনা করে-
চোখের মনি স্থির, নির্জীব-
চোখের পাতা পলকহীন-
হার্টবিট নিদেনপক্ষে রিদম ধরে রেখেছে-


বেদনা নেই, নেই আহ্লাদ-
আক্ষেপ নেই, নেই কোন বিষাদ-
সময় যেন অসীমতায় পেয়ে বসেছে,
স্বপ্নরা ছুটি নিয়েছে জীবন থেকে,
আকাশের সমস্ত নীল কষ্ট-
সমুদ্র ফেনায় লাফাচ্ছে-
আমার দু-ফোটা শীতল অশ্রু কণা,
হঠাৎ ঢেউয়ে মিশে হারিয়ে যায়-

এ দেহ এ শূন্য খাঁচা,
পুরো পৃথিবীর নিষ্প্রাণ আঁধার,
একাকীত্বের আধার হয়ে,
অনন্তকাল ধরে পরে রয়,
অনাদিকাল হতে,
আমার বিবাগী অস্তিত্বে...।