কবরের খবর
ড. মো. নিজাম উদ্দিন স্বপন

বয়স এ আর কী! ভেবে ভেবে পাচ্ছ স্বর্গীয় সুখ!
সময় ঘড়িতে চকিত তোমার কাছে বড্ড অসময়!
নিশ্চিত ঠিকানা দূরেই কি খুব?  
হিসেবে হয়তো মাত্র কয়েক ফুট!


আরাধ্য ঘরের চাবি কি তোমার কাছে? যে এত করছ বড়াই!
কিসের ভরসায় করছ দেমাগ আর অসম লড়াই?
সিঁড়ি বেয়ে বেয়ে উঠছ সুউচ্চ অট্রালিকায়,
মাটির পানে চেয়ে দেখ, ডাকছে তোমায়,
কখন তুমি ঢোকবে কবরে? বন্দী হবে বাঁশের মাচায়।

মায়ার শরীর আর ক্ষণিকের অপরূপ নীড়,
অতি আপনার ভাবো, কোন সে আশায়?
সাবধানে হাঁটো, গর্ত এখানে সেখানে, গর্তেই রয়েছ যে বসে,
হার্টের ব্লক সারাবে কিসে যদি নিশ্বাসের বিশ্বাস-ই হয় মিছে?
জেনে বুঝে ঘুমুতে যাও, জাগবে কিনা সে কথা কি বলতে পাও?

ডিস-স্যাটেলাইট দিচ্ছে তোমায় তাবৎ খবর,
পাশ ফিরে দেখেছ কি তারে?
ভেবেছ কি একটিবার? ভবের এ অন্তর,
কেমন হবে? কী হবে সেথা?
যে চির আপন আলয়, আপনার কবর।