করিমগঞ্জের নবাগত পুলিশ অধীক্ষক (এসপি) পদ্মনাভ বড়ুয়া বলেছেন, সমাজে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় থাকলে সবকিছুই সম্ভব। শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নতি ঘটে। দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভবপর হয়ে ওঠে। একটা জেলার মানুষ সম্প্রীতির নজির স্থাপন করে গিনেস বুকেও জেলার নাম উঠিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারেন।

সোমবার (১৯ জুলাই) সুতারকান্দিতে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার ব্যবস্থাপনায় আয়োজিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, সর্বধর্ম সমন্বয় সভার কর্মপ্রয়াস প্রশংসার যোগ্য। সংস্থার কাজকর্ম আমাকে আকৃষ্ট করেছে।

জেলায় শান্তি প্রতিষ্ঠায় এই সংস্থা সহায়ক হবে বলে মত ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রিয়ব্রত দেবনাথ এবং কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী অনিন্দিতা চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাল্য মুখার্জি, সুতারকান্দি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ আলকাছিমি, সাহারুল আলম, দেওয়ান কাজিম আহমদ চৌধুরী, হাজী নজরুল ইসলাম চৌধুরী, শিলাদিত্য ধর, জান্নাতুল হক চৌধুরী, আব্দুল মান্নান, তাজ উদ্দিন চৌধুরী, জয়েদ আহমদ চৌধুরী, মোহাম্মদ মুজাকির রহমান, সাহিল আহমেদ ও ইমদাদুল হক চৌধুরী প্রমুখ।

এ দিন প্রায় তিনশত দরিদ্র অসহায় মানুষকে ঈদবস্ত্র প্রদান করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / ডালিম