দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে জানিয়ে সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

মানুষের ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।


বুধবার গণমাধ্যমের সামনে এসব কথা বলেন স্বাস্থ্যের ডিজি।

খুরশিদ আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গেছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ উদযাপন করুন, তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। সেজন্য সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরতে হবে।

করোনার সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১


সূত্র : ঢাকাটাইমস