সিলেট সিটি করপোরেশন এলাকায় কুরবানির বর্জ্য অপসারণের কাজ চলছে। নগরীতে এ কাজে যুক্ত আছেন প্রায় দুই হাজার কর্মী। সাথে আছে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতিসহ শতাধিক গাড়ি।

সকাল থেকে কাজ শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৮০ ভাগ বর্জ্য অপসারণ শেষ হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান।


তিনি জানান, সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে কুরবানির বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত আছে প্রায় দুই হাজার কর্মী। সকাল থেকে কাজ শুরু করে আমরা ৮০ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করতে পেরেছি। তবে সিলেটে অনেকেই আছেন দেরীতে পশু কুরবানি দেন। এখন চলছে সেসব বর্জ্য অপসারণের কাজ।

এছাড়া নগরীর মোড়ে মোড়ে সিটি করপোরেশনের কর্মীরা আছেন। যেখানেই নতুন করে বর্জ্য ফেলা হবে তারা তা অপসারণ করবে। বুধবার রাতের মধ্যেই পুরো নগরীকে কুরবানির বর্জ্যমুক্ত করার লক্ষ্য তাদের।

বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে সিটিতে ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক ছিটানো হচ্ছে বলে জানান মো. হানিফুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-১