করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় ছাতকে চলমান কঠোর লকডাউনে বিধিনিষেধ ভঙ্গ করায় ১৬টি প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে ১৮ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ছাতক পৌর শহর ও গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইসলাম উদ্দিন।


এসময় সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে বাজারে আসা লোকজনকে স্বাস্থ্য বিধি পালন করাতে বাধ্য করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানান, বর্তমান সংকট নিরসনের লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকলের সচেতনতার বিকল্প নেই। যারা বিধিনিষেধ ভঙ্গ করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৭