কঠোর লকডাউন বাস্তবায়নে সিলেটে অবিরাম মাঠে কাজ করছে পুলিশ। ঈদ পরবর্তী বিধি-নিষেধের এর ৬ষ্ঠ দিনে ৭৮টি যানবাহন মালিকের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

এছাড়াও ১৩৬টি গাড়ে আটক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৩ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


অপরদিকে, পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউনকালীন বিধিনিষেধ ভঙ্গ করায় সর্বমোট ৯৩ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমএপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনকালীন কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে সিলেট মহানগরীতে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স টিম যৌথভাবে বিভিন্ন স্থানে ৪৬টি চেকপোস্ট বসিয়ে এবং সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ৯৭টি টহল টিম রাতদিন নিরলসভাবে কাজ করছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম