সিলেট:: করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে সিলেটের ওয়েসিস হাসপাতালেও রয়েছে। গত মঙ্গলবার (২৭ জুলাই)থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হয়েছে।ওয়েসিস হাসপাতাল কর্তৃপক্ষ সিলেটভিউকে এমন তথ্য জানিয়েছেন।

সিলেটের ওয়েসিস হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খুবই স্বল্প সময়ের মধ্যে করোনাভাইরাসের টেষ্ট সম্পন্ন করে রির্পোট প্রদান করা হবে। করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রে কোন প্রস্তুতির প্রয়োজন হয় না। প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত টেষ্ট সম্পন্ন করা হয়। ওই টেষ্ট এর মূল্য নির্ধারণ করা হয়েছে সরকার নির্ধারিত ৭০০টাকা। বাসা বাড়ি ও ক্লিনিক, হসপিটাল থেকে স্যম্পল কালেকশনের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত যাবতীয় তথ্য জন্য ০১৭৬৩৯৯০০৫৫ এই নাম্বারে যোগাযোগ করে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস-০২