সিলেট নগরীর রায়নগর এলাকায় এক হাজার অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ‘ক্যাপ ফাউন্ডেশন’।

শনিবার দুপুরে রায়নগর এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


জানা যায়, করোনা সংকট শুরুর সময় থেকেই নানা ভাবে অসহায় মানুষের আছে ক্যাপ ফাউন্ডেশন। ধারাবাহিক মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে আজ (রবিবার) ১ হাজার মানুষের মাঝে রান্না করা বিরিয়ানি বিতরণ করেন তারা। পর্যায়ক্রমে পাচ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলেন জানান ফাউন্ডেশনের সদস্যরা।

অনুষ্ঠানে ভ্যার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, রেড ক্রেসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।

এসময় উপস্থিত ছিলেন- ক্যাপ ফাউন্ডেশনের কো অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক মিলন তালুকদার, ফজল মাহদুদ হৃদয়, দিপক অধিকারী, শামীম তালুকদার, সুমন দাস, তানিম আহমদ, সৌরভ আহমদ, মনোয়ার হোসেন গুলজার, নাজিম আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/এসবিডি/এসডি-১৮