বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে আজ ঢাকার সিএমএইচ হাসপাতলে যান বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন।

এসময় তারা আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের নিজের লেখা 'বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র' এবং 'বাংলাদেশের স্বাধীনতা প্রত্যাশা ও প্রাপ্তি' বই দুটি উপহার দেন।


করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে সতর্কতার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরআগে গত রবিবার (২৫ জুলাই) আবুল মাল আবদুল মুহিতের করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।

 সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৩