বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসে বাংলাদেশ এ্যাথলেটিক্স দলের টিম লিডার হিসেবে জাপান গেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিলেটের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

গত ২৫ জুলাই সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে দেশ ছাড়েন তিনি।


তাঁর সঙ্গে এদিন টোকিও যান অ্যাথলেট জহির রায়হান, জহিরের কোচ আব্দুল্লাহ হেল কাফী এবং সাঁতারের কোচ নিবেদিতা দাস।

গত ২৩ জুলাই শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে টোকিও অলিম্পিক। ছয় ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা মিলিয়ে জাপান গেছে বাংলাদেশের ১৮ সদস্যের দল।

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু টানা দুই মেয়াদে অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে চলতি বছর উনিশতম বাংলাদেশ গেমস আয়োজনে তিনি এ্যাথলেটিক্স ফেডারেশনের সেক্রেটারী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের পরিচিত এই মুখ গত মেয়াদে সহকারী এ্যাটর্নী জেনারেলের দায়িত্বে ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৬