মৌলভীবাজারের কুলাউড়ায় দেড় মিলিয়ন টাকা অসহায় মানুষদের সহায়তার জন্য দেবে আমিরাত প্রবাসি কুলাউড়ার ব্যবসায়ীরা।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে আমিরাত প্রবাসি কুলাউড়ার ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন কুলাউড়া বিজনেস এসোসিয়েশনের আত্ম প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।


সংগঠনের সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউ এ ইর প্রতিষ্টাতা সভাপতি শাহেদ নুর, ওসমানী স্মৃতি পরিষদের আমিরাতের পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন তরফদার, কবিরাজি প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্ট কুলাউড়া মৌলভীবাজার এর সভাপতি জালাল উদ্দীন মন্তর, ওসমানী স্মৃতি পরিষদের উপদেষ্টা তারা মিয়া বাকুল, বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিন, ওসমানী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওসমানী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু চৌধুরী, বায়ান্ন টিভির সম্পাদক লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আছকর আলী, ব্যবসায়ী মুজিব খান, ব্যবসায়ী লোকমান হোসেন, ব্যবসায়ী খালেদ আহমেদ, দেলোয়ার হোসেন, কয়ছর, মালিক, সালেক, মুনিম আহমেদ, সোহেলসহ ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এতে সকলের উপস্থিতিতে নজরুল ইসলাম লিটন তালুকদারকে সভাপতি, আতাউর রহমান আতাকে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক, সাহেদ নুরকে সিনিয়র সহ সভাপতি, জালাল উদ্দীন মন্তরকে প্রধান উপদেষ্টা, তারা মিয়া বাকুলকে সিনিয়র উপদেষ্টা, আলিম উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, ইসলাম উদ্দিন নজরুলকে যুগ্ম সাধারণ সম্পাদক, আজমল খানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মুজিব খানকে দপ্তর সম্পাদক, নুরুল ইসলামকে অর্থ সম্পাদক, জামাল তালুকদারকে প্রচার সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান জিয়া উদ্দিন তরফদার।

সকলের উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে বাৎসরিক দেড় মিলিয়ন টাকার অনুদান ঘোষণা করেন সংগঠনের কার্যকরী কমিটির চেয়ারম্যান জিয়া উদ্দিন তরফদার। এ টাকা গুলো আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/জুনেদ-১২