জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় মটর শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

রোববার (১ আগস্ট) ঢাকার উত্তরাস্থ চেয়ারম্যানের নিজ বাসভবনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভায় মিলিত হন তারা।


এসময় কেন্দ্রীয় মটর শ্রমিক পার্টির নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি কৃতজ্ঞতা ও নব গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ার অভিনন্দন জানান। এসময় চেয়ারম্যান জিএম কাদের কেন্দ্রীয় কমিটিকে দেশের ৬৪টি জেলায় নতুন করে কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করেন।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুল লতিফ সরকার, যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ মিলন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আকবর আলী জাহাঙ্গীর, সদস্য শাহিন মিয়া, শিপলু মিয়া, মোঃ আঃ করিম, মোঃ আঃ রহিম শেখ, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন দুলু প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (১৭ জুলাই) জাতীয় মোটর শ্রমিক পার্টির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। উক্ত কমিটিতে মেহেদী হাসান শিপনকে কমিটির আহ্বায়ক এবং আব্দুল লতিফ সরকারকে সদস্য সচিব করা হয়। দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে কমিটি অনুমোদন দেওয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/জুনেদ-১৩