ভয়াবহ করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সিলেটে অবিরাম কাজ করছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় লকডাউনের ১০ম দিনে (রোববার) লকডাউন বিধিনিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩০টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে সিএনজি অটোরিকশা ৭টি, মোটরসাইকেল ১০টি ও অন্যান্য গাড়ি।


এছাড়াও ৭টি সিএনজি অটোরিকশা, ১০টি মোটরসাইকেল ১০টি, ৫৭টি ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য ১৭টিসহ মোট ৯১টি যানবাহন জব্দ করেছে পুলিশ।

এদিকে, সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে লকডাউনকালীন বিধিনিষেধ অমান্য করায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ৭৬ হাজার ৭ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম