হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে নতুন করে আরো ৮০ জনের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব মিলেছে। রবিবার (০১ আগস্ট) রাতে আসা রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্বল।

তিনি জানান, ১৮৬টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩%। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার ৩১ জন, আজমিরীগঞ্জ উপজেলার ৪ জন, বাহুবল উপজেলার ১১ জন, বানিয়াচং উপজেলার ১৫ জন, চুনারুঘাট উপজেলার ৫ জন, নবীগঞ্জ উপজেলার ১০ জন ও লাখাই উপজেলার ৪ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৪৯২৩ জন, সুস্থ হয়েছেন ২৫১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের।



সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/কেআরএস