মহামারী কোভিড-১৯ মোকাবেলায় রুটিন ওয়ার্কের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে জনসচেতনতামূলক প্রচারণা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

সোমবার (২ আগস্ট) দুপুরে ব্রিগেডিয়ার মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দিরাই পৌর সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি হ্যান্ডমাইকে জনসচেতনামূলক প্রচারণা করেন ব্রিগেডিয়ার মেজবাহ উদ্দিন। এছাড়া ব্রিগেডের অধিনস্থ ইউনিট সমুহের সেনা টহল কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন মেজর মো. তাজুল ইসলাম, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মাখন সুত্রধর, দিরাই সার্কেল এএসপি আবু সুফিয়ান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৬