সিলেট জেলার জেলা-ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন,সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়ন সংক্রান্ত জেলা পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজন সমন্বয়ে দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৩ আগস্ট )সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জুম অ্যাপে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।


সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ার সাহাদত এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম।
প্রশিক্ষক হিসাবে ছিলেন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প পরিচালক ড. আব্দুল মান্নান.যুগ্ন সচিব সেলিনা পারবেজ,যুগ্ন সচিব ড.দেওয়ান মোহামদ হুমায়ুন , উপ সচিব মো: শামসুজ্জামান ,রেজওয়ানুণ হকজেমি, উপ-সচিব দৌলতুজ্জামান খাঁন প্রমুখ

সিলেট থেকে অংশ গ্রহনকারিদের মধ্যে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি এটি এম সুয়েব, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ.আনলাইন প্রেসক্লাবে সভাপতি মুহিত চৌধুরী, সিলেট পর্যটন শিল্প সমিতি লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির লিটন প্রমুখ ।

সিলেট জেলার জেলা-ব্র্যান্ডিং কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপনা করেন সহকারি কমিশনার ফজলে ওয়াহিদ।

সিলেটভিউ২৪ডটকম/জুনেদ-১৫