মোবাইলে গেম আসক্তিতে ডুবে আছে বর্তমান প্রজন্ম। তাই প্রায়ই এ সংক্রান্ত বিচ্ছিন্ন ঘটনা সামনে আসছে। এবার ভারতে ট্রেনে কাটা পড়ে পাবজি-ফ্রি ফায়ার খেলতে থাকা ৪ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর হিন্দুস্থান টাইমস এর।

জানা গেছে, ঘটনার সময় নিহত চার কিশোরের কানে হেডফোন আর চোখ ছিল মোবাইল স্ক্রিনে, ব্যস্ত মোবাইল গেম পাবজি-ফ্রি ফায়ার খেলায়। এই অবস্থায় তীব্র গতিতে ছুটে আসা ট্রেনে কাটা পড়ে তারা। এ ঘটনা ঘটে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়।


স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে ওই চার কিশোর রেল লাইনের উপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা। তখন ডাউন লাইনে ছুটে আসছিল ট্রেন। তা দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনও হুইসেল বাজিয়ে এগিয়ে আসছিল। কিন্তু তা ওই চার কিশোরের কানে কোনও কিছুই পৌঁছল না। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন হয়ে যায় চারটি দেহ।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-৭