দীর্ঘদিন পর অবশেষে আগামী রোববার থেকে (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন চলছে নানা প্রস্তুতি। এরই অংশ হিসেবে সমন্বয় বৈঠক করতে সিলেটে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ বৃহস্পতিবার বিকালে সড়কপথে সিলেটে এসে পৌঁছাবেন প্রতিমন্ত্রী জাকির। এরপর আগামীকাল শুক্রবার সকালে তিনি করোনা পরিস্থিতিতে স্কুল পুনরায় চালুর লক্ষ্যে করণীয় বিষয়ে সিলেট বিভাগের ডিডি, সিলেট জেলার ডিপিইও, এডিপিইও, পিটিআই সুপার, জেলার ইউইও, পিটিআই ইনস্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবেন।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সকালে সিলেট পিটিআই অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জাকির হোসেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জুম’আর নামাজ আদায় করবেন। রাতে তিনি ঢাকায় ফিরবেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে