সিলেটে যেসব শিক্ষক ও শিক্ষার্থী করোনাভাইরাস প্রতিরোধী টিকার (ভ্যাকসিন) রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে আজ শনিবার থেকে টিকাদান শুরু হয়েছে। সিলেট নগর ভবনের নিচ তলাস্থ টিকাকেন্দ্রে গিয়ে তারা টিকা নিতে পারবেন।

এক্ষেত্রে রেজিস্ট্রেশনকৃত শিক্ষক, শিক্ষার্থী এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।


এমন তথ্য সিলেটভিউকে জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম সুমন।

তিনি বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, সেহেতু শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার থেকে নগর ভবনে টিকাকেন্দ্রে গিয়ে তারা টিকা নিতে পারবেন।

জাহিদুল ইসলাম সুমন আরো বলেন, রেজিস্ট্রেশনকৃত শিক্ষক-শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন কার্ড ও আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দিয়ে দেয়া হবে। তাদের ক্ষেত্রে এসএমএস আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না।

সিসিক সূত্র জানিয়েছে, বর্তমানে মহানগরীতে প্রায় ৮৫ হাজার মানুষ রেজিস্ট্রেশন করে টিকাপ্রাপ্তির অপেক্ষায় আছেন। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থীরাও আছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে