সিলেটে করোনাক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় মাত্র ৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ২ জন করোনা রোগী মারা গেছেন। তাদেরকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১২৪ জন।


এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৯৩৩ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জের ৭ জন শনাক্ত হন। ৮১৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৬.৪৯।

গত ৮ সেপ্টেম্বর ১১৭ জন, ৯ সেপ্টেম্বর ৭১ জন ও গতকাল ১০ সেপ্টেম্বর ৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

সবমিলিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৮৭৭ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৬৮৬ জনসহ সিলেট জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ হাজার ১৬৬ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬১৯৫ জন, মৌলভীবাজারের ৭৯৫১ জন ও হবিগঞ্জের ৬৫৬৫ জন রয়েছেন।

এদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৪৬ হাজার ৩০৬ জন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৬ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১৫৩ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে