২০১৬ সালের পর আর মাঠে গড়ায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে কুড়ি ওভারের ফরম্যাটের বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এই টুর্নামেন্ট পিছিয়ে নেওয়া হয় ২০২২ সালে। ২০২১ সালের বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও একই কারণে বিশ্বকাপ সরিয়ে আনা হয় ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের।

এজন্য এরই মধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহণকারী ১৬টি দেশ। অনেক দলেই আছে চমক-


এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশের স্কোয়াড কেমন হলো-
বাংলাদেশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

রিজার্ভ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।

রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, অ্যাডাম মিলনে।

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, ইশান কিশান, রাহুল চাহার ও বরুণ চক্রবর্তী।

রিজার্ভ: শার্দুল ঠাকুর, দীপক চাহার ও শ্রেয়াস আইয়ার।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, আজম খান, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়াইব মাকসুদ।

রিজার্ভ: ফখর জামান, শাহনেওয়াজ ধাহানি ও উসমান কাদির।

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, হেইনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, বিয়র্ন ফরচুইন ও কেশব মহারাজ।

রিজার্ভ: জর্জ লিন্ডে, আন্দিল ফেলুকওয়ায়ো ও লিজাড উইলিয়ামস।

ওয়েস্ট ইন্ডিজ: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ: ড্যারেন ব্র্যাভো, শেলডন কোটরেল, জেসন হোল্ডার ও আকিল হোসেন।

শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদিপ, দুশমন্থ চামিরা, প্রাভিন জয়াবিক্রমা, লাহিরু মাদুশঙ্কা ও মাহিশ থিকশানা।

রিজার্ভ: লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া ও পুলিনা থারাঙ্গা।

ইংল্যান্ড: ওয়েন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ: টম কারান, লিয়াম ডসন ও জেমস ভিন্স।

আফগানিস্তান: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, হাসমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নায়েব, নাভিন উল হক, হামিদ হাসান, কায়েস আহমেদ, শরফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, এবং শাপর জাদরান।

রিজার্ভ: আফসার জাজাই, ফরিদ আহমাদ।

আয়ারল্যান্ড: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও'ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

নেদারল্যান্ড: পিটার সিলার (অধিনায়ক), কলিন আকুরমান, ফিলিপ বসিবেইন, বেন চপার, বেস দে লিড, স্কত এডওয়ার্ড, বেরন গ্লোভার, স্টিফেন মাইবার্গ, ম্যাক ওদাউদ, রায়ান টেন ডসেট, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডের গুটেন, রলেগ ভ্যান ডার মারউই ও পল ভ্যান মিকরেন।

রিজার্ভ- টবাইস ভিসে, শেন স্নাটের।

ওমান: জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহ-অধিনায়ক), জাতিন্দার সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দ্বীপ গৌর, নেস্তর ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফায়াজ বাট, খুররাম খান।

স্কটল্যান্ড: কাইল কোয়ের্টজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, ম্যাথু ক্রস (উইকেট-কিপার) , জশ ড্যাভি, আলসাদির ইভান্স, ক্রিস গ্রেইভস, ওলি হ্যারিস, মিচেল লিস্ক, কালুম ম্যাকলিওড, জর্জ মুনসে, সায়ইয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (উইকেট-কিপার), মার্ক ওয়াট ও ব্রেড হোয়েল।

পাপুয়া নিউ গিনি: আসাদ ভালা (অধিনায়ক), চার্সস আমিনি লেগা সিকা, নরমান ভানুয়া, নসাইনা পকানা, কিপলিং দরিগা, টনি উরা, গাউদি টুকা, সেসে বাউ, ডমিয়েন রাভুম কাবুয়া ভাজি মরেয়া, সুমন আতাই, জেসন কিলা, চাঁদ সপার, জ্যাক গার্ডনার।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬


সূত্র : ঢাকাপোস্ট