কুয়েতে করোনাভাইরাসের  ভয়াবহতায়  দীর্ঘ দেড় বৎসর সরাসরি বাণিজ্যিক ফ্লাইট প্রায় বন্ধ ছিল।

এছাড়া কুয়েত সরকার  তালিকা অনুযায়ী করুনার উচ্চ ঝুঁকিপূর্ণ ৬ দেশের থেকে কোন বাণিজ্যিক বিমান কুয়েত প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। কুয়েতে করোনা  পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কুয়েত মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করে নিষিদ্ধ থাকা ৬ দেশের সাথে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর।


কুয়েত সরকারের নিষিদ্ধ থাকা ৬ দেশে সরাসরি বাণিজ্যিক বিমান চালুর  এক সপ্তাহের মধ্যে ১৭৮৪৩ জন প্রবাসী কুয়েতে প্রবেশ করেছে ।

যার মধ্যে মিশর থেকে ১০২৬১ জন এবং ভারত থেকে ৭৫৮২ জন এসেছে ।  কুয়েত সিভিল অ্যাভিয়েশন সুত্রে কুয়েত অনলাইন টুইটার আরও জানান যে , এক সপ্তাহে মােট ১৭৪ টি ফ্লাইটের মধ্যে ৮৯ টি মিশর থেকে ৮৫ টি এসেছে  ভারত  থেকে।

কুয়েত মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুসারে নিষিদ্ধ থাকা ৬ দেশ থেকে বাণিজ্যিক ফ্লাইটে প্রবাসীদের আগমনের ফলে সচল হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর । গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সাথেও সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে ।

সিলেটভিউ২৪ডটকম/মিআচৌ-০৮