ছবি : মোজাম্মেল হক

বাংলাদেশ সফররত আফগানিস্তান অনুর্ধ্ব ১৯-দলকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১২৩ রানের বিশাল জয় তুলে নেয় ইয়ং টাইগাররা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।


সকালে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল ব্যাটসম্যান আইচ মোল্লার দুর্দান্ত সেঞ্চুরিতে ২২৪ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় আফগানদের সামনে। জবাবে ব্যাট করতে নামা আফগানিস্তান ৩৯ ওভারে মাত্র ১০০ রানেই অল আউট হয়ে যায়। যদিও শুরুর দিকে ভালোই ব্যাট করেছিলো আফগান যুবারা। এক সময় দুই উইকেটে তুলে ফেলেছিলো ৬০ রান । এরপর সেখান থেকে মাত্র ৪০ রান যোগ করতেই বাকি আট উইকেট হারায় তারা।

আগের ম্যাচে চার উইকেট পাওয়া স্পিনার নাইমুর রহমান নয়ন এ ম্যাচে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। মূলত: স্পিনার নয়ন ও পেসার রিপনের (৩ উইকেট) বোলিং তোপে শেষদিকে মাথা তুলেই দাঁড়াতে পারেনি আফগানিস্তান। সিরিজ বাচানোর ম্যাচে তাই বিশাল ব্যবধানেই পরাজয় বরণ করতে বাধ্য হয় তারা।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান আইচ মোল্লা। টু ডাউনে ব্যাট করতে নেমে তিনি ১৩০ বলে করেন ১০৮ রান। এছাড়া আব্দুল্লাহ আল মামুনের ২০ বলে ঝড়োগতির ৩২ রান ছিলো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। আফগানদের পক্ষে পেসার ফয়সল খান তুলে নেন তিন উইকেট।

ম্যাচ জয়ী সেঞ্চুরির কারণে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের আইচ মোল্লা। এর আগে সেঞ্চুরি করার পরই মাঠে সেজদায় লুটিয়ে পড়েন তিনি।

ম্যাচে ইয়ুথ ওডিয়াই ক্রিকেটে দুই দলে সাতজনের অভিষেক হয়। এদের মধ্যে চারজন আফগানিস্তানের, তিনজন বাংলাদেশের।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম