মাত্র ক’দিন আগে (৫ সেপ্টেম্বর) প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে মৌলভীবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমালোচনা করে ‘গণ্ডারের’ সঙ্গে তুলনা করেছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। তিনি বলেছিলেন, ‘এদের চামড়া এতো শক্ত হয়েছে যে, গণ্ডারের চামড়া থেকে আরও বেশি। এদের গায়েও কিছু লাগে না।’ তাঁর ওই মন্তব্যে তীব্র সমালোচনা হয় সিলেটে। যার রেশ রয়ে গেছে এখনও। এর মধ্যেই কাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতাদের প্রশংসায় ভাসিয়েছেন মেয়র আরিফ।

গতকাল সিসিকের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। নগরীর বালুচরস্থ একটি কনভেনশন হলে বাজেট বক্তৃতায় মেয়র আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগের নেতা, সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অকুণ্ঠ প্রশংসা করেন।


বাজেট বক্তৃতায় মেয়র আরিফ আওয়ামী লীগের সভানেত্রী ও সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এমপি, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি, বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, সিসিকের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত লুৎফুর রহমান প্রমুখদের প্রশংসা করেন। তাদেরকে ‘শ্রদ্ধার সঙ্গে স্মরণ’ করেন মেয়র আরিফ।

সরকারের এসব মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সিলেটের উন্নয়নে ‘নিবেদিতপ্রাণ’ বলে উল্লেখ করেন মেয়র আরিফ। পররাষ্ট্রমন্ত্রী মোমেন প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট সিটি করপোরেশন এলাকার যে কোনো সমস্যা সমাধানে কিংবা উন্নয়ন বিষয়ে তাঁর আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে। করোনা মহামারি মোকাবেলায়, বিশেষ করে করোনার টিকা বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে তিনি যে ক্যারিশমেটিক সফলতা দেখিয়েছেন, তা সিলেটবাসী হিসেবে আমাদেরকে গর্বিত করেছে।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রসঙ্গে মেয়র বলেন, ‘সিলেটের আরেক সুসন্তান, গুণী ব্যক্তিত্ব এম এ মান্নান এমপি সিলেট সিটি করপোরেশনের অন্যতম শুভাকাঙ্ক্ষী হিসেবে সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন। কেবলমাত্র পরিকল্পনামন্ত্রী হিসেবে নন, একজন সিলেটদরদি ব্যক্তিত্ব হিসেবে তাঁর ভূমিকা মহানগরের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করছে।’

আবুল মাল আবদুল মুহিত সর্বশেষবার অর্থমন্ত্রী থাকাকালে প্রথম মেয়াদে মেয়র হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। দলীয় মতপার্থক্য ভুলে মুহিত সহায়তার হাত বাড়ান আরিফের দিকে। বিষয়টি স্মরণ করে কাল মেয়র আরিফ বলছিলেন, ‘আমার আরেকটি সৌভাগ্য, আমার প্রথম মেয়াদে মেয়র হিসেবে দায়িত্বগ্রহণের শুরু থেকেই সিলেট মহানগরের উন্নয়নে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মহোদয়ের আন্তরিক সহযোগিতা পেয়েছি। তাঁর উদারতা, কর্মনিষ্ঠা, সততা আমাদের জন্য উদাহরণস্বরূপ।’

মুহিতের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন আরিফ।

এদিকে, বাজেট ঘোষণার অনুষ্ঠান হলেও কাল আরিফের মৌলভীবাজারের ওই বক্তব্যের প্রসঙ্গ ওঠে সেখানে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফ বলেন, ‘সিলেটের রাজনীতিতে আলাদা এক সম্প্রীতি আছে। সিলেটের রাজনীতিতে উন্নয়নে বাধামূলক কোনো কাজ নেই। সম্প্রতি মৌলভীবাজারে যে বক্তব্যে দিয়েছি, তার ভুল ব্যাখ্যা তৈরি করা হয়েছে। রাজনৈতিক বক্তব্য অনেক ধরনেরই হতে পারে। সেটাকে অন্যভাবে নেয়ার কোনো সুযোগ নেই।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে