সিলেট সিটি করপোরেশন (সিসিক) ২০২১-২২ অর্থবছরে চারটি খাতে চার কোটি টাকা করে মোট ১৬ কোটি টাকা ব্যয় করবে। এই চারটি খাতে যে কাজ করা হবে, তাও হবে চারটি করে!

সিসিকের সদ্যঘোষিত বাজেট থেকে পাওয়া গেছে এমন তথ্য। ৮৩৯ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার।


বাজেট ঘেঁটে দেখা যায়, সিলেট মহানগরীর যানজট নিরসনে ৪টি পার্কিং ব্যবস্থা নির্মাণ করবে সিসিক। এ কাজে ব্যয় হবে চার কোটি টাকা। মহানগরীতে নির্মাণ করা হবে ৪টি গরুর হাট। এ খাতেও ব্যয় ধরা হয়েছে চার কোটি টাকা।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিটি করপোরেশন এলাকায় ৪টি খেলার মাঠ নির্মাণে চার কোটি টাকা এবং ৪টি জবাইখানা নির্মাণে চার কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটে।

বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, পুরো বাজেটের মধ্যে এ চারটি খাতই আছে, যেখানে প্রতিটি কাজ হবে চারটি করে এবং ব্যয় হবে চার কোটি টাকা করে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে