করোনাভাইরাসে সিলেটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় মারা গেছেন তারা। একই সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা আরও কমেছে; শনাক্ত হয়েছেন ৩১ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় দুইজন করোনা রোগী মারা গেছেন। তাদেরকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪২ জন।


এর মধ্যে ওসমানীতে ১১৪ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৩ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।

৬০৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৫.১৩ ভাগ। এর আগের চব্বিশ ঘন্টায় ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ২০১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৫৮ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩৫৮ জন। সুনামগঞ্জের ৬২১৮ জন, মৌলভীবাজারের ৮০২৭ জন ও হবিগঞ্জের ৬৫৯৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৩৮ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৪৭৫ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১০১ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে