বৈধভাবে বসবাসের সুযোগ (লিগ্যালিটি) পাওয়ার মাত্র কয়েকদিন পরেই স্কটল্যান্ডে একটি রেস্টুরেন্টে সহকর্মীর ছুরিকাঘাতে সিলেটের যুবক সেলিম উদ্দিন খুন হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের মরহুম সাদই মিয়ার ছেলে।


বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আহমদ।

সেলিম উদ্দিনের চাচাতো ভাই ইমরান হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন সেলিম উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কয়েকদিন আগে তিনি সেখানে বৈধভাবে বসবাসের সুযোগ পান। স্কটল্যান্ডের একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতেন সেলিম। সেখানে কথাকাটাকাটির জেরে এক সহকর্মী তাকে ছুরিকাঘাত করেন। পরে সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ ঘন্টা পর মারা যান তিনি।

এদিকে, অভিযুক্তকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে