আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে বালাগঞ্জে উপজেলা পূজা পরিষদের পক্ষ থেকে ২১সদস্য বিশিষ্ট মনিটরিং সেল গঠন করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরিষদের বার্ষিক প্রতিনিধি সভায় এ সেল গঠন করা হয়।

উপজেলার শ্রী শ্রী মদন মোহন জিউর আশ্রম নাট মন্দিরে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।


সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য হিমাংশু রঞ্জন দাস চেয়ারম্যান, রঙ্গেশ কুমার দাস। গীতা পাঠ করেন জগানন্দ দাস।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন পূজা পরিষদের উপদেষ্টা তরনী কান্ত দাস, প্রভাত চন্দ্র রায়, বিজয় দাস বকুল, রাখাল চন্দ্র দাস মেম্বার, প্রদীপ দাস, শিবুল দাস, পুলক দাস দুরন্ত, অর্জুন দেবনাথ, রিংকু দাস, পিন্টু দাস, লিটন দাস, শ্যামা কান্ত রায়, রিন্টু দাস, পিন্টু দাস, টিটো দাম, সঞ্জয় পাল, বিলাস দাস, যাদন দে, সুভাষ পাল, অমল দাস আপন, দোলন বৈদ্য, সৌরভ পাল, বাপ্পন পুরকায়স্থ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/ জিলু/ কেআরএস