বাংলাদেশ ক্রিকেট এসোসিয়শন কুয়েত আয়োজিত ‘এশিয়ান ডেজার্ট লিগ কাপ টুর্নামেন্টে ২০২১’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুয়েত আব্বাসিয়া খেলার মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদুত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, এনডিসি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কুয়েত পৌরসভার কর্মকর্তা সাদ সালেম রশিদি, স্থানীয়  পুলিশ ষ্টেশন জীলিব আল শুয়েখ এর প্রধান জেনারেল ইব্রাহিম আল দাহি, জিলিব পৌরসভা কর্মকর্তা আব্দুল আজিজ রশিদি, কুয়েত সিআইডি অফিসার আবদুল্লাহ জিলিব।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন, বিবিসির সভাপতি লুতফর রহমান মুখাই আলী -ডায়মনড কোং ব্যবস্থাপনা পরিচালক জাহাংগীর হোসেন পাঠোয়ারী, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়শন কুয়েত এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, মোহাজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক  বাংলাদেশ ক্রিকেট এসোসিয়শন কুয়েত এর সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন, মোহামেডান স্পোর্টিং ক্লাব কুয়েত শাখা মহিন উদ্দিন সরকার সুমন সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এবং  কুয়েতের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বাংলাদেশী প্রবাসী পরিবার ও বাংলাদেশী ছাত্রছাত্রীরাও উপস্তিত ছিলেন।


অতিথিদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে