মো. বাদশা মিয়া :: লোভ-লালসা যুক্ত মস্তিষ্ক নিয়ন্ত্রণ বা ধ্বংস ব্যতীত টেকসই ব্যবসা অথবা আলিবাবা, আমাজন এই দেশে দেখার আশা করতে পারেন না! কারণ, ব্যক্তি ব্যবসায়ী বা প্রতারক বা আইনসিদ্ধ অপরাধীকে তার মস্তিষ্ক ব্যতীত জেলে পাঠানো সম্ভব নয়!?

আর যখন সেটা সম্ভব নয়, তখন প্রতারক এবং প্রতারিত জনগণকে আলাদা করাও সম্ভব নয়৷ এই 'আইনের ঊর্ধ্বে কেউ নেই' দেশের জেল থেকেই আমরা দেখেছি সম্ভবত দেশের সবচেয়ে বড় গ্রুপ (কোড আনকোড) 'প্রতারক কমিটি' কনফারেন্স মিলিত হয়েছে৷ এবং কিভাবে তাদের মস্তিষ্ক প্রসব জনিত নতুন প্রতারণার দোকান খুলতে কাহাকে, কোথায় ম্যানেজ করা যায় তাহা আলোচনা করেছে৷


আর এভাবেই জেল বা সাত সমুদ্র তের নদীর ওপারে পলাতক থেকে, এরা এদের মস্তিষ্ক থেকে প্রসব জনিত বিভিন্ন প্রতারণার দোকান নিয়ে আমাদের মতো অতি লোভী দেশের সম্মানিত জনগণের কাছে আবিভূত হবে বা প্রতিনিয়ত হচ্ছে৷ আর আমরাও ওদের দেখানো কোটিপতি হওয়া 'সাইকেল থিউরির' ফাঁদে পা দিচ্ছি৷

আমাদেরকে প্রতারিত করার লাইসেন্স দেয়ার জন্য রাস্ট্রযন্ত্রের কর্তা ব্যক্তিরা তো আছেনই৷ যে লাইসেন্স পেতে কতো দেনদরবার, খরচাপাতি যে হয়? যা অপ্রকাশিত সত্য গুজব বলেই আমরা মেনে নেই৷ সেই লাইসেন্সই আবার যখন 'আইনের ঊর্ধ্বে কেউ নেই' বাক্যে ধরা খায়, তখন বাতিল হিসেবে সুন্দর চকচকে ঘোষণা পত্রের পাতায়, অতি লোভী প্রতারিত জনগণকে জানিয়ে দেয়া হয়৷

এবং তারা আবার অপেক্ষায় থাকেন কখন খরচাপাতি করতে পারবে এমন কেউ আসবে, লাইসেন্স চাইবে আর তারা চাহিদা মাত্র যেকোনো সময় বাতিল হওয়ার দায়সারা শর্ত সাপেক্ষে অনুমোদন দিতে বাধ্য থাকিবে৷

আর প্রতারিত জনগণ মানববন্ধন, মিছিল, মিটিং প্রভৃতি করে ক্লান্ত হয়ে সব ভুলে আরো লোভ সঞ্চার করে অপেক্ষমাণ কখন মিনিট সেকেন্ডের মধ্যে কোটিপতি হবে৷

এই তো চলছে 'আইনের ঊর্ধ্বে কেউ নেই' দেশের জনগণের জীবন ব্যবস্থা৷

এই অবস্থা থেকে উত্তরণে উদ্যোগ প্রয়োজন৷ যে উদ্যোগে রাষ্ট্রযন্ত্রকে অগ্রণী ভুমিকা রাখতে হবে৷ অন্যতায় সম্ভাবনাময় বাংলাদেশ ব্যর্থতার সাগরে ডুবে যাওয়ার পথে?!

ব্যবসা বান্ধব পৃথিবীতে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে সাস্টেইনেবল সৎ চিন্তাচেতনা থাকা প্রয়োজন৷ জনগণ যখন অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের ফাঁদে পা দেয়া বন্ধ করে দিবে, কেবল তখনি প্রকৃত ব্যবসায়ীরা টিকে থাকবে৷ আর প্রতারক ব্যবসায়ীরা বাজার থেকে বিতাড়িত হবে৷

মনে রাখতে হবে লোভ আমাদের পাপের পথে ধাবিত করে এবং সেই পথ আমাদের ধ্বংস ঢেকে আনে৷

লেখক: কমিউনিটি সেবক, সিলেট, বাংলাদেশ৷