মাদক, জঙ্গী, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধসহ সার্বিক আইনশৃংখলা রক্ষার্থে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় বীরগাঁও ইমমাদুল হক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।


দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং সভায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিচার সালিশ ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেনের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শুভাশীষ ধর।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক ও জঙ্গীবাদ ধমনে সরকার জিরো টলারেন্সে রয়েছে। অপরাধ প্রবনতা ধমনে পুলিশ জনগনের দোরগোড়ায় বিট পুলিশিং নিয়ে এসেছে। আপনার সমস্যার কথা বিট পুলিশকে অবহিত করুন।

তিনি বলেন, গোষ্ঠী ভিত্তিক কোন্দলে থেকে বিরত থাকুন। পারস্পরিক সম্পর্ক উন্নয়ননে শান্তি রক্ষা করুন। কোনো ধরনে দাঙ্গায় জড়াবেন না। পুলিশের কাছে সকল তথ্য রয়েছে। গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্বে জড়িয়ে দাঙ্গা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে। আসুন সবাই আইন মানি। সহায়ক পরিবেশ বজায় রাখি।

এসআই বাবুল হাওলাদারের সঞ্চালনায় বিট পুলিশ সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান শহীদ, সমাজকর্মী সলিবনূর বাচ্চু, সাংবাদিক শহীদনূর প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম রাইজুল, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, ইউপি সদস্য মিজানুর রহমান, জুবায়ের আহমদ, দিদারুল হক, সালিশ ব্যক্তিত্ব সাময়েল কবির, মুজিবুর রহমান, অজনু উল্লাহ, ইতালী প্রবাসী মোস্তাকিম মিয়া, সেলিল আহমদ, যুবলীগ নেতা জুসেন আহমদ, মিজানুর রহমান প্রমুখ।

এর আগে পূর্ব পাগলা ও দরগাপাশা ইউনিয়নে বিট পুলিশ সভা করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৭