মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ৮ ঘন্টা পর নদী থেকে ৭ বছর বয়সের শিশু লিমন আহমদের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি রোববার রাত সাড়ে ৯ টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমুরা নামক স্থানে জুড়ী নদীতে ঘটেছে।


পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) গ্রামের বাসিন্দা রিক্সা চালক আব্দুস ছালামের পুত্র লিমন আহমদ (৭) প্রতিদিনের মত অন্যান্যদের সাথে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে রানীমুরায় বর্ষি নিয়ে মাছ ধরতে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। সারাদিন খুঁজে সন্ধ্যায় এলাকায় মাইক যোগে নিখোঁজ সংবাদ প্রচার হলে অপর এক শিশু দুই টার দিকে লিমনকে নদীতে নামতে দেখেছে বলে জানায়। এ কথার সূত্র ধরে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজতে থাকেন। এক পর্যায়ে রাত সাড়ে ৯টায় নদীর গভীরে পাথরের নিচ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। লিমন স্থানীয় কে.বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, জুড়ী নদীর রানীমুরা নামক স্থানে ভাঙ্গন ঠেকাতে প্রচুর পাথর ফেলা হয়েছে। বর্ষাকাল ছাড়া বছরের বাকী সময় প্রচুর নারী-পুরুষ-শিশু সেখানে বর্ষি দিয়ে মাছ ধরে থাকেন। লিমনও মাছ ধরতে যেত। ধারণা করা হচ্ছে, পানির নিচে পাথরে বর্ষি আটকে থাকায় সেটা ছুটাতে সে পানিতে নেমেছিল। সেখানে হয়তো বড় পাথরের চিপায় সে আটকা পড়েছিল।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-৮