সুনামগঞ্জ পৌরসভায় স্মার্ট হেল্থ কেয়ার সার্ভিস প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সার্কিট হাউজে এক সেমিনার শেষে এই প্রজেক্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

সুনামগঞ্জ পৌরসভার ১,৩,৬ নং ওয়ার্ডের পিচিয়ে পড়া তৃণমূল জনগোষ্ঠীরা স্মার্টকার্ডের মাধ্যমে নির্দিষ্ট ক্লিনিক ও ডায়গনিস্ট সেন্টারে মাতৃকালীন সেবাসহ বিভিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে বেসরকারি সংস্থা আইসিসিও এবং সাজেদা ফাউন্ডেশন।


প্রতিবারকে এক বছরের জন্য ২০ হাজার টাকা মূল্যের স্মার্টকার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের ৪ জন ব্যক্তি সেবা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের ম্যানেজার আব্দুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পৌর মেয়র নাদের বখত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক নিরঞ্জন বন্ধু দান, ডা. মনোয়ার আলী, প্যানেল মেয়র আহমদ নূর প্রমুখ।

এসময় প্রজেক্ট সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রনয় শাহা।

সিলেটভিউ২৪ডটকম/ শহীদনুর/ কেআরএস