প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশেষ গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত নগরীর ৮১টি কেন্দ্রে চলবে এ কার্যক্রম। এ লক্ষ্যে ২৭টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে গতকাল। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন এ তথ্য জানিয়েছেন।


প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, নগরবাসীর চাহিদার ওপর ভিত্তি করে টিকাদান কার্যক্রম পরদিন বুধবারও অব্যাহত রাখার চিন্তা ভাবনা চলছে। এ কার্যক্রমে লোকজনকে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম / শাহীন / ডালিম