মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরামর্শ চাইলে গোপনীয়তা বজায় রেখে তাকে তা দেবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী।

কাল মঙ্গলবার বিজেপির হেস্টিংস কার্যালয়ে বসে এ কথা জানান তিনি।


এ সময় তিনি আরও বলেন, ‘আমি বিধানসভায় গঠনাত্মক বিরোধিতা করতে চাই। তবে আগেও বলছি, এখনও বলছি, আমার কর্মজীবনের বেশিরভাগটা কেটেছে আর্থিক উপদেষ্টা হিসেবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমার কাছে কোনো পরামর্শ চাইলে আমি কঠোর গোপনীয়তা বজায় রেখে তাকে তা দেব। পশ্চিমবঙ্গের জনগণের উন্নয়ন ঘটে, এমন পরামর্শই দেব। তবে তা দেব বিজেপি বিধায়ক হিসেবে।’

কিন্তু বিরোধী দলের বিধায়ক হিসেবে তার কাজ সরকারের ভুল-ত্রুটি জনসমক্ষে তুলে ধরা। তা হলে তিনি কী ভাবে মুখ্যমন্ত্রীকে গোপন পরামর্শ দেবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন,‘দু’টি দেশের মধ্যে যখন আলোচনা হয়, তখনও সব কিছু বাইরে বলা যায় না। জনসমক্ষে যা ঘটেছে, সংবাদপত্রে যা বের হচ্ছে, বিধায়ক হিসেবে তা নিশ্চয়ই বলব। কিন্তু সরকার যদি আমাকে এমন কোনো তথ্য দেয়, যেটা গোপন এবং তা প্রকাশ না করার অনুরোধ করে, তা হলে সেটা প্রকাশ্যে আনা আমার পেশাদারিত্বের পরিচয় হবে না।’

অশোক লাহিড়ী তৃণমূলে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনা উড়িয়ে অশোক এ দিন বলেন, ‘মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ আমাকে দল বদলের জন্য বলেননি। আমিও কোনো আবেদন পেশ করিনি। আমি পাঁচ বছর বিজেপি বিধায়ক হিসেবেই থাকব।’

অশোক লাহিড়ীর এই অবস্থানকে সমর্থন করেছে বিজেপিও। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘অশোক লাহিড়ী ভুল কিছু বলেননি। দেশে অনেক বিষয়ই থাকে, যা প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতার মধ্যে গোপন থাকে। দুর্ভাগ্য হল, সেই সংস্কৃতি থেকে কয়েক বছর হল আমরা বেরিয়ে এসেছি। অশোকবাবুর বক্তব্য নেহরু-বাজপেয়ী জমানার সংস্কৃতির স্পর্শ দিল। আর অশোকবাবু বুঝিয়ে দিলেন, বিরোধীদের বাড়ির সামনে মরা কুকুর ফেলে আসার সংস্কৃতি থেকে তিনি অনেক উপরে।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে


সূত্র : আনন্দবাজার