"মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম। মহড়ার পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জিসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম / সামিউল / ডালিম