সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাত ১০ টার দিকে সড়কটির শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ধামোদরটুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন মোটরসাইকেল আরোহীর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক গ্রামে। নিহতদের মধ্যে দুজন হচ্ছেন- কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে হৃদয় ও একই গ্রামের লায়েক ও নাজমুল। লাশ তিনটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিকে যাওয়া একটি মোটরসাইকেলতে ঢাকাগামী একটি বাস সজোরে ধাক্কায় দেয়। এসময় মোটরসাইকেলের ৩ আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় বাস নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

এদিকে, বেপরোয়া বাসের ধাক্কায় তিন পথচারী গুরতর আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত তিনজনকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার পর সিলেট- সুনামগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি বলেন, ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীই ঘটনাস্থলে মারা গেছেন।

 


সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / ডালিম