টি ২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে রোববার। তার আগে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল আবুধাবি থেকে আবার ওমানে ফিরবেন মাহমুদউল্লাহরা। শ্রীলংকার বিপক্ষে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও বিশ্বকাপের আগে দল পুরো প্রস্তুত হয়ে যাবে বলে ধারণা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের।

বুধবার তিনি বলেন, ‘ভালো প্রস্তুতির জন্য আমরা আগেভাগে ওমানে দল পাঠিয়েছি। সব কিছু ঠিকঠাক চলছে। আমরা আত্মবিশ্বাসী যে, দল ১৫ তারিখের আগে ভালো অবস্থায় চলে আসবে। আমরা ১৭ তারিখে আমাদের মিশন ভালোভাবে শুরু করতে পারব।’


তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে অনেক কিছু দেখা হয়। আমরা ভালো সুযোগ পেয়েছি। পরপর ম্যাচ খেলছি। এত বেশি ম্যাচ সব সময় পাওয়া যায় না। এখন প্রয়োগ করতে পারলেই ভালো।’ তিনি বলেন, ‘ভালো করতে হলে টি ২০ ক্রিকেটে সবাইকে ভালো খেলতে হবে। সেরাটা দিতে হবে। অল্প সময়ের খেলা, ঘাড় ঘোরাতেই সমুদ্রে চলে যাবে। তাই প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, দল ভালো খেলবে।’

মিনহাজুল বলেন, ‘এখন পর্যন্ত বড় কোনো ইনজুরির রিপোর্ট আমাদের কাছে নেই। একটু হালকা এদিক-ওদিক আছে। আশা করছি ১৫ তারিখের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবে। ফিজিওর কোনো রিপোর্টে গুরুতর ইনজুরির খবর নেই।’

পিঠে হালকা চোট পাওয়ায় ওমান ‘এ’ দল ও শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে সেটা বাড়তি সতর্কতা হিসাবে। বিশ্বকাপে মাহমুদউল্লাহর খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভ পর্বের টিকিট নিশ্চিত করা।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-০৫


সূত্র : যুগান্তর