টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্কটল্যান্ডের ছোড়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১৩৪ রান। তবে ম্যাচের এমন ফলাফল যেন মেনে নিতে পারছে না টাইগারভক্তরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দলের এমন হার নিয়ে চিন্তিত না হলেও দলের তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং ‘অ্যাপ্রোচ’ ও ‘অ্যাটিটিউড’ পছন্দ হয়নি তার।


সোমবার ওমানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘হার-জিত নিয়ে আমি চিন্তিত না। যেকোনো দল হারতে পারে, জিততে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি আরো বেশি আনপ্রেডিক্টেবল। কিন্তু যে জিনিসটা আমাকে আশ্চর্য করেছে এবং কষ্ট দিয়েছে তা হলো দলের খেলার অ্যাপ্রোচ ও অ্যাটিটিউড- কোনোটাই ঠিক ছিল না, কোনোভাবেই না।’

পাপন যোগ করেন, ‘প্রথম ৬ ওভারের সুবিধা কাজে লাগাতে হয়। সেজন্য মারতে হবে, উইকেট পড়বে। কিন্তু ২ উইকেট পড়ার পর আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করে গেছে, সাকিব-মুশফিক-রিয়াদ, সেখানেই তো মনে হয় আমরা ম্যাচটা হেরে গেছি। এভাবে খেলে তো ১৪১ তাড়া করতে পারব না। এটা প্রত্যেক খেলোয়াড় জানে, এভাবে খেললে জিততে পারব না। এই অ্যাপ্রোচ ওদের মধ্যে পাইনি যা ঐ সময় দরকার ছিল। কৌশলও ভালো ছিল না।’

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-০৩


সূত্র : বিডিপ্রতিদিন