মৌলভীবাজারের কমলগঞ্জে দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে ঈমামসহ ধর্মীয় নেতাদের মতবিনিময়, সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও বিকাল ৪ টায় ভানুগাছ বাজারে শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ হয়।


ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ অফিসের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

পরে ভানুগাছ বাজারে শোভাযাত্রা শেষে চৌমুহনী চত্ত্বরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. এসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, পৌর মেয়র মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. সানোয়ার হোসেন, কালীপদ দেব, সীতারাম বীন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, মাওলানা আয়াজ আহমেদ, সাইদুর রহমান, মবশ্বির আলী প্রমুখ।

সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৮