হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)।

বুধবার সকাল সাড়ে ৯টায় মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাতে ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এবং উপজেলার সভাপতি মাওলানা ইউনুস আনসারি ও সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমানের নেতৃত্বে জশনে জুলুসের আয়োজন করা হয়।


এসময় বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) আগমন সম্পর্কে আলোচনা ও গুরুত্ব তুলে দরেন।

এসময় মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ আশেপাশ এলাকার নবীপ্রেমীক হাজার মানুষ আনন্দ মিছিলে অংশ গ্রহন করে।

মিছিলটি মাধবপুর উপজেলা সদর থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহা-সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস আনছারি সাহেব। উপজেলা চত্বরে মাধবপুর ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির নেতাদের উপস্থিতিতে মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন। বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা ও মহামারি করোনাভাইরাস মুক্তির মোনাজাতের মাধ্যমে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)‘র আনন্দ মিছিল সমাপ্ত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১০