বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) এম ইমরুল কবিরের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল শনিবার ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, সিলেট রিজিয়ন, বটেশ্বর পরিদর্শন করেন।

এসময় প্রতিনিধি দলের সদস্যগণ টেকনিক্যাল স্কুলটির ওয়ার্কশপগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। ইউসেপের এই কারিগরি প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের বলে অভিহিত করেন তারা।


এর আগে শেভরণ বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান ইউসেপ সিলেট রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. আনোয়ারুল ইসলাম। প্রতিনিধিদলের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা সুইসকন্টাক্টের উত্তরণ প্রকল্পের টিম লিডার নাদিয়া আফরিন শামস-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউসেপ সিলেট রিজিয়নের একটি যৌথ সমঝোতা চুক্তির ভিত্তিতে উত্তরণ প্রকল্প বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায়
সারাদেশের মধ্যে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল প্রথম স্থান অর্জন করে। দেশসেরা এ স্কুলে বিভিন্ন ট্রেডে হাতেকলমে শিক্ষা সমাপনীর পর শোভন চাকুরি প্রদান করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২