দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সহ সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ আরশ আলী বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল; কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও সেই স্বপ্ন পূরণ হয়নি বরং দিন দিন সাম্প্রদায়িক হামলা আরো বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য অপরাধ বোধ আমার নিজের মধ্যেও অনুভব করি। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি অন্যদিকে কুমিল্লার ঘটনার জের ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ এযেন এক বিভিষিকাময় পরিস্থিতি, এ থেকে পরিত্রাণ চাই। সাম্প্রদায়িক হামলা নিয়ে রাজনৈতিক দোষারোপের খেলা একদল আরেক দলের উপর দোষ চাপিয়ে দায় সারে, দোষারোপের এই খেলায় লাভবান হচ্ছে সাম্প্রদায়িক গোষ্ঠী আর ক্ষতিটা হচ্ছে দেশের-জাতির। অনুরোধ করবো এই খেলা বন্ধ করে দেশ ও জাতির স্বার্থে এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিরোধ করুণ। নইলে দেশ এবং জাতিকে বড় খেসারত দিতে হবে। সরকারকে বলব এই সাম্প্রদায়িক সহিংসাতার ঘটনার স্বার্থে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুণ।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, আখলাকুর আসপিয়া, সদস্য সচিব শ্যামল কাপালী, জেলা কমিটির কার্যকরী কমিটির সদস্য এডভোকেট আবু তালেব মিয়া, ডাঃ সুবাস কান্তি দাস, শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, শোচ্ছার এর সাধারণ সম্পাদক অর্জন চক্রবর্তী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮