"ধর্ম যার যার, বাংলাদেশ সবার" শ্লোগানে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা রোধকল্পে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে নিজপাট ইউনিয়ন পরিষদের হল রুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া'র সভাপতিত্বে এবং এস.আই কাজী শাহেদ'র পরিচালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উত্তর সিলেটের কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম।


স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র দাশ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন- পাপলু দে, শংকর দাশ, মনসুর আহমদ, শফিকুল হক, হুমায়ুন আহমদ, সাংবাদিক নূরুল ইসলাম, শাহজাহান কবির খান, রেজওয়ান করিম সাব্বির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি বিশেষ মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে উপজেলায় বিভিন্ন ধর্মালম্বীদের অনুষ্ঠানকে টার্গেট করে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ছড়িয়ে দিতে কাজ করছে। জৈন্তাপুর উপজেলায় অধিবাসী, দলিত সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছে। শারদীয় দূর্গাপুজায় আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় উপজেলায় সুন্দর ভাবে পুজা উদযাপন সম্ভব হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৭