প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছেন নাঈম শেখ ও লিটন দাস। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উইকেট হারান লিটন।

লাহিরু কুমারার বলে শানাকার হাতে ক্যাচ তুলে উইকেট হারান তিনি। ব্যক্তিগত ১৬ রান করে সাঝঘরে ফেরেন এই ওপেনার। চামিকা কারুণারত্নের বলে বোল্ড হওয়ার আগে সাকিব আল হাসান ৭ বলে ১০ রান করেন। নাঈম শেখের ৫২ বলে ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস ও মুশফিকুর রহিমের ব্যাট হাতে ৩৭ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংসে অপরাজিত ছিলেন মুশফিক। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৭১ রান তোলে বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ১৭২ রান।


এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরব আমিরাতের শারজাহতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গ্রুপপর্বে উড়তে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন।

তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অপরদিকে লঙ্কানদের দলেও এক পরবর্তন এসেছে। মহিশ থিকশানার বদলে জায়গা পেয়েছেন ভিনুরা ফার্নান্দো।


তবে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে লঙ্কানরা । টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ হেরেছে চারটিতে। তবে সর্বশেষ দুই ম্যাচে জয় ছিলো বাংলাদেশেরই।

 

সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-৩৯