বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে মুশফিকের ঝড়ো ইনিংসে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ। মুশফিক ৩৭ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার অপরাজিত ইনিংসটি ছিল ৫টি চার ও দুটি ছক্কায় সাজানো।

প্রথম ইনিংস শেষে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিকুর রহিম বলেন, শারজা পিচ আমাদের জন্য খুবই সহায়ক হয়েছে। ব্যাটিংয়ের জন্য এটি খুবই ভালো উইকেট। শেষ কয়েক ম্যাচের উন্নতির কারণে আমরা প্রথমেই ব্যাট করতে আগ্রহী ছিলাম।


নাঈমের ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেন, এ উইকেটে একটি প্রান্তে কারও একজনের কিছু করার দরকার ছিল। সেই কাজটি নাঈম করে দিয়েছে। নাঈমের ইনিংসটি অসাধারণ ছিল। আমি মনে করি ১৭০ রান আমাদের জয়ের জন্য যথেষ্ট।

সিলেটভিউ২৪ডটকম/জিএসি-০৩


সূত্র : যুগান্তর