পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে বিশ্বসেরা হলেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এতদিন ৩৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আগের ম্যাচে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে আফ্রিদিকে স্পর্শ করেন সাকিব আল হাসান।


রোববার শ্রীলংকার দুই তারকা ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা ও আভিস্কা ফার্নান্দোকে আউট করার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব।

সাকিবের সংগ্রহ ৪১ উইকেট। ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় পজিশনে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

সিলেটভিউ২৪ডটকম/জিএসি-০৫


সূত্র : যুগান্তর