রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভেতর থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।  

রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করে
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।


শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১০৪টি স্বর্ণের বার ও অলংকার জব্দ করা হয়েছে। ১২ কেজি ওজনের এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-০৫


সূত্র : যুগান্তর