ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় অভিযুক্ত কৌশিক রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় ছাতক- সুনামগঞ্জ ভায়া দোয়ারাবাজার সড়কের আমবাড়ি সিএনজি স্টেশন এলাকায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ শেষে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকার তাওহীদি তিতুমীর জনতা, তিতুমীর সমাজকল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এতে অংশ নেন ধর্মপ্রাণ হিন্দু-মুসলিমসহ এলাকার সর্বস্তরের জনতা।


এসময় উপস্থিত জনতার হাতে ‘কৌশিক রায়ের ফাঁসি চাই’ সম্বলিত অনেক প্লেকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, মাওলানা আবুল ফজল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ, মাওলানা খলিলুর রহমান, ব্যবসায়ী তাহের উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কথিত কৌশিক রায় ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় ধর্মপ্রাণ মুসলিম জনতাসহ ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে।

এ সময় ফেসবুকে কমেন্টদাতাদের পোস্টগুলোও সুষ্ঠভাবে তদন্ত সাপেক্ষে কৌশিক রায়সহ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, শনিবার(২৩ অক্টোবর) দুপুরে কৌশিক রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)সহ ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট দেয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করলে তাৎক্ষণিক পুলিশ কৌশিককে আটক করে বিকালে ডিবি পুলিশের হেফাজতে তাকে সোপর্দ করে।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১৪